রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬ : ২৭Riya Patra
অতীশ সেন, ডুয়ার্স: রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি রবিবার ডুয়ার্সেও করম পূজার বিসর্জন সম্পন্ন হল।আদিবাসী সম্প্রদায়ের এই অনুষ্ঠান দেখতে চা বলয়ে বসবাসকারী বিভিন্ন ভাষাভাষী ও সম্প্রদায়ের স্থানীয় অধিবাসীরাও তাতে সামিল হন। দুর্গাপূজার সময় আয়োজিত হওয়া আদিবাসী সম্প্রদায়ের 'জতরা' বা যাত্রার মতোই করম পূজাও তরাই- ডুয়ার্সে সর্বজনীন আকার নিয়েছে।
আদিবাসী সম্প্রদায় উর্বরতা উৎসব হিসেবে সাত দিন ধরে করমের ব্রত পালন করে থাকেন। করম ঠাকুর বৃক্ষপ্রতীকে পূজিত হন। যে বৃক্ষকে করম রূপে পূজা করা হয়, পশ্চিমবঙ্গে তা 'চাকলতা' গাছ হিসেবে পরিচিত। বর্তমানে এই গাছটি উত্তরবঙ্গে বেশ বিরল।
গণেশ চতুর্থীর দিন করম পূজার শুরুর হয়। ওই দিন গৃহস্থ ও পূজা কমিটির উদ্যোক্তার এই করম গাছের ডাল সংগ্রহ করে নিয়ে আসেন। কুমারী কন্যা ও করম ব্রতীরা ‘জাওয়া ডালি’ তৈরি করেন। বেশকিছু শালপাতাকে বাটির আকারে সেলাই করে তাতে ভেজা বালি নিয়ে তার ওপর ভুট্টা, যব, ধান জাতীয় নানান শস্য বপন করা হয়। একেই ‘জাওয়া ডালি’ বলে। ওই দিন থেকে প্রতিদিন তারা একবার করে এই ডালিতে হলুদ জল ছেটান। সকাল-সন্ধ্যে জাওয়া ডালির সামনে প্রদীপ জ্বালিয়ে সকলে মিলে হাত ধরাধরি করে গান গাওয়ার পাশাপাশি তারা নৃত্যে মেতে ওঠেন। বীজ থেকে যে অঙ্কুরিত চারা বের হয় তাকে 'জওয়া' বলে। এই অঙ্কুরিত শস্য'কে উর্বরতার প্রতীক হিসেবে দেখা হয়। সাত দিন ব্রত পালনের শেষে ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে আদিবাসী সমাজ করম পূজার আয়োজন করে থাকে।
ওই দিন তারা রাতভর জেগে উৎসব পালন করেন। এর পর দিন সকাল থেকে করম গাছ যা করম দেবতা হিসেবে পূজিত হয়েছিল এবং ‘জাওয়া ডালি’কে অন্যান্য পূজার উপকরণ সহ নদীতে বিসর্জন দিতে নিয়ে যান। দুর্গাপূজার বিসর্জনের মতোই নদীর তীরে করম দেবতাকে শেষ বার পূজা করে তাকে বিসর্জন দেওয়া হয়।
বিসর্জনের শেষে 'আখড়া'তে বিভিন্ন পূজা কমিটি ধামসা-মাদলের তালে তাদের নিজস্ব আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করেন।
ভারত ও ভুটান দুই দেশের মাঝখান দিয়ে বয়ে যাওয়া তিন পাহাড়ি নদীর মিলনস্থলে করম পূজার বিসর্জনের অনুষ্ঠানে মাতলেন বানারহাট ব্লকের করম ব্রতীরা। চামুর্চী ও চুনাভাটি চা বাগান সংলগ্ন এলাকায় রেতি, সুকৃতি ও খানাভর্তি নদীর মিলনস্থলে রবিবার বিসর্জনের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পাশাপাশি বানারহাট ব্লকের ডায়না নদী, নাগরাকাটার জলঢাকা নদী, মালবাজারের মাল নদী, বেতগুঁড়ির চৈতি নদী, ওদলাবাড়ি চেল নদীতে, গয়েরকাটায় আংরাভাসা, বীরপাড়ার ব্লকের ডিমডিমা, মুজনাই ও গ্যারগেন্ডা নদীতেও করম পূজার বিসর্জন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
#Karam Puja# North Bengal# Visarjan# Rivers#
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...
৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...
ক্যানিং থেকে গ্রেপ্তার সন্দেহভাজন সঙ্গি, ধৃত তেহরিক-উল-মুজাহিদিনের অন্যতম সদস্য ...
হাজারদুয়ারি, ইমামবড়া তো রইলই, মুর্শিদাবাদে ঘুরতে গেলে চেখে দেখতে হবে এই বিখ্যাত মিষ্টি, যা খেয়ে অবাক বনে গিয়েছিলেন ব্রি...
আজ সারদা দেবীর ১৭২তম জন্মদিবস, বেলুড় মঠে বিশেষ পুজোয় উপচে পড়া ভিড় ...
মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...
ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...
মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...
আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...
পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...
রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...
ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...
স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...
কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...
হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...